Can't found in the image content.
জাবেদুর রহমান জাবেদ, তেতুলিয়া প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ২২, ২০২২
তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার নেন্তৃতে প্রশাসনের পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচী শুরু হয়।
এসময় সহকারী কমিশনার শেখ জাবের আহম্মেদ, অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া, ভাইস চেয়াম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
রাজনৈতিক দল গুলোর মধ্যে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন বে-সরকারী এনজিও ও সেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।