ঠাকুরগাঁওয়ের হরিপুরে অবৈধভাবে সরকারি বালু বিক্রির দায়ে রাজু (২৪) ও বদিরুল ইসলাম (৫০) নামে দুইজনকে দুইদিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্ত্বিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ধীরগঞ্জ বীজের তলদেশ থেকে অবৈধভাবে সরকারি বালু বিক্রির সময় রাজু (২৪) ও বদিরুল ইসলাম (৫০) নামে দুই জনকে আটক করেন হরিপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রাকিবুজ্জামান।
পরে হরিপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রাকিবুজ্জামান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সরকারি বালু বিক্রির দায়ে আটককৃত আটককৃত রাজু ও বদিরুল ইসলামকে দুইদিনের জেল দেন।
আটককৃতরা হ’ল ঠাকুরগাঁও সদর উপজেলার জলেশ্বরীতলা গ্রামের এনামুল হকের ছেলে রাজু (২৪) এবং চিলারহাট গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে বদিরুল ইসলাম (৫০)কে সাজা দেওয়া হয়।