ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

নিবন্ধন ছাড়াই পৌর এলাকা সহ প্রতিটি ইউনিয়নে করোনার প্রথম ডোজ টিকা

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২২

নিবন্ধন ছাড়াই পৌর এলাকা সহ  প্রতিটি ইউনিয়নে করোনার প্রথম ডোজ টিকা
আগামী ২৬ ফেব্রয়ারী কোনো রকম নিবন্ধন ছাড়াই সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকা সহ প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে করোনার প্রথম ডোজ টিকা গণহারে প্রদান করা হবে। ঐ দিন জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নেই,এমন ব্যক্তিরাও করোনার প্রথম ডোজের টিকা নিতে পারবেন। তাঁরা সরাসরি নিজ নিজ কেন্দ্রে গিয়ে কোনো ধরনের নিবন্ধন বা কাগজপত্র ছাড়াই টিকা নিবেন। আগামী ২৬ ফেব্রয়ারীর পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ জানান,জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র কিছুই লাগবে না এ টিকা দিতে। শুধুমাত্র মুঠোফোন নম্বরের মাধ্যমে তাঁদের তথ্য নথিভুক্ত করে টিকা দেওয়া হবে। এমন ব্যক্তিদের একটি কার্ড দেওয়া হবে। এই কার্ডই টিকার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। কতৃপক্ষ আরো জানান,প্রতিটি ইউনিয়নে ৩টি কেন্দ্র স্থাপন করা হবে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৩টি করে দল থাকবে। সেদিন নির্ধারিত কেন্দ্রের বাইরেও উপজেলায় ৫টি করে ভ্রাম্যমাণ দল থাকবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার দলগুলো ৩০০ জন করে ব্যক্তিকে টিকা দেবেন।

দিনাজপুর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে,এপর্যন্ত ফুলবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৪৬জন,মোট শনাক্ত ৭৭৬জন,৭৩৬জন, করোনায় মোট  মৃত্যু ১৪জন। বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ২২জন। গত ২৪ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ জনের। এপর্যন্ত করোনা টিকার সর্বমোট নিবন্ধন হয়েছে এক লক্ষ ২৮ হাজার, প্রথম ডোজ গ্রহন করেছেন এক লক্ষ ১৮ হাজার ৪২৮জন,দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন  ৮৫ হাজার ২৮০জন। ১ম ও ২য় ডোজ সহ সর্বমোট টিকা গ্রহন করেছেন দুই লক্ষ ৩হাজার ৭০৮জন। শিক্ষার্থীরা সর্বমোট প্রথম ডোজ গ্রহন করেছেন ১৮ হাজার ৫শত জন। এর মধ্যে ছাত্রী ৯হাজার এবং ছাত্র ৯হাজার ৫শত জন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. নূর-ই-আলম খুশরোজ আহম্মেদ বলেন, আগামী ২৬ ফেব্রয়ারী নিবন্ধন ছাড়াই সারা দেশের ন্যায় ফুলবাড়ী উপজেলার পৌর এলাকা সহ সাতটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে গণহারে করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হবে। যারা এখোনো পর্যন্ত প্রথম ডোজ গ্রহন করেননি,তারা নিজ নিজ পৌর এলাকা ও ইউনিয়নে নির্ধরিত টিকাকেন্দ্র থেকে প্রথম ডোজ গ্রহন সম্পন্ন করবেন । টিকা পেতে কোনো রকম নিবন্ধন লাগবে না। পর্যাপ্ত টিকার মজুত রয়েছে বলেও তিনি জানান।