কক্সবাজারের টেকনাফে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা মৎস্য বিভাগের নেতৃত্বে নৌ-পুলিশের সহযোগিতায় উপজেলা সদরের লম্বরী মৎস্য ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্বদেন মৎস্য বিভাগের টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) নান্নু মিয়া ।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, নৌ-পুলিশের সহযোগিতায় সদরের বিভিন্ন মাছ ঘাটে কম্বিং অপারেশন পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধবংস করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা শহিদুল আলমসহ মৎস্য অধিদপ্তরের ও নৌ-পুলিশ সদস্যরা।