Can't found in the image content. টেকনাফে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

টেকনাফে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৭, ২০২২

টেকনাফে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা মৎস্য বিভাগের নেতৃত্বে নৌ-পুলিশের সহযোগিতায় উপজেলা সদরের লম্বরী মৎস্য ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্বদেন মৎস্য বিভাগের টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) নান্নু মিয়া । 

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, নৌ-পুলিশের সহযোগিতায় সদরের বিভিন্ন মাছ ঘাটে কম্বিং অপারেশন পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধবংস করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা শহিদুল আলমসহ মৎস্য অধিদপ্তরের ও নৌ-পুলিশ সদস্যরা।