ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

তেঁতুলিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

জাবেদুর রহমান জাবেদ, তেতুলিয়া প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৭, ২০২২

তেঁতুলিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
তেঁতুলিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইভস্টক এন্ড ডেইরী ডেভলাপমেন্ট (এলডিডিপি) প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে আয়োজিতপ্রদর্শনী মেলায় সহকারী কমিশনার (ভুমি) শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মাহবুবুর রহমানের স্বাগত বক্তব্য‘র মধ্য দিয়ে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মাহাবুবুর রহমান, খামারী এসাসিয়েশনের সভাপতি আবু হানিফ, সাধারন সম্পাদক খন্দকার সামসুজ্জোহা নিয়াজিদ, খামারী ও জেলা কৃষকলীগ সভাপতি তাজিরুল ইসলাম তাজু প্রমূখ।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরে প্রদর্শনীর ফলে এলাকায় নতুন নতুন তরুন উদ্যোক্তা তৈরি হবে যা দেশের অর্থনীতিতে উন্নয়নের গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে।মেলায় ৩৪ টি স্টলেউন্নত জাতের গরু-মহিষ, ছাগল-ভেড়া, হাঁস, বিভিন্ন প্রজাতির কবুতর ও সৌখিন প্রাখি প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী খামারীদের মাঝে সনদপত্র ও চেক তুলে দেয়া হয়।