Can't found in the image content. টেকনাফে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

টেকনাফে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৭, ২০২২

টেকনাফে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নে নিবন্ধিত ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা একই ক্যাম্পের বাসিন্দা মৃত সুলতান আহমেদের ছেলে মো ইসমাইল (২৯) ও মৃত নবী হোসেনের ছেলে নুর ইসলাম (২০)।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।এসময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয় এপিবিএন। 

তিনি আরও জানান, এই দুই রোহিঙ্গা একাধিক মামলার এজাহারভুক্ত  আসামি ও রোহিঙ্গা সন্ত্রাসী চাকমাইয়া গ্রুপের সক্রিয় সদস্য। এরা দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় মাদক কারবারি,অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। 

গ্রেফতার রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।