ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

আটোয়ারীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান

আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৭, ২০২২

আটোয়ারীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান
নতুন উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে 'প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ' (এলডিডিপি) এর সহযোগিতায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল অনুষ্ঠানটির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শামীমা বেগম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম এবং অন্যানের মধ্যে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম সহ খামারী মানিক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রদর্শনীতে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, পাখি, প্রাণির খাদ্য সহ ৫০ টি স্টল স্থান পেয়েছে।

অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খামারী ও উদ্যোক্তাগণের মাঝে নগদ টাকা ও সনদ বিতরণ করা হয়।