Can't found in the image content. গুরুতর আহত রক্তিমের শারীরিক অবস্থার উন্নতি হয়নি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

গুরুতর আহত রক্তিমের শারীরিক অবস্থার উন্নতি হয়নি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ১৬, ২০২২

গুরুতর আহত রক্তিমের শারীরিক অবস্থার উন্নতি হয়নি
কক্সবাজার জেলার চকরিয়ায় পিকআপের ধাক্কায় গুরুতর আহত রক্তিম সুশীলের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। 

গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল কাদের মঙ্গলবার রক্তিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বলেন, রক্তিম লাইফ সাপোর্টে রয়েছে। মাল্টিপল ইনজুরির কারণে তার অবস্থা ভালো নয়। জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাবে না।

হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত বলেন, তার জ্ঞানের মাত্রা অনেক কম। এই অবস্থায় কী হয় বলা যাচ্ছে না। রক্তিমের চিকিৎসার জন্য হাসপাতাল থেকে সব ধরনের ওষুধপত্র ও পরীক্ষা-নিরীক্ষা বিনা মূল্যে করিয়ে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ভোরে চকরিয়া উপজেলার মালুমঘাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পাশে রক্তিমসহ পরিবারের অন্যান্য সদস্যদের একটি দ্রুতগতির পিকআপ ধাক্কা দেয়। ১০ দিন আগে মারা যাওয়া তাদের বাবা সুরেশে সুশীলের শ্রাদ্ধ শেষে বাড়িতে ফিরছিলেন তারা। পিকআপের ধাক্কায় রক্তিমের পাঁচ ভাই নিহত হন।

রক্তিম, তার ভাই প্লাবন ও বোন হিরাসহ তিনজন গুরুতর আহত হন। প্লাবন বৃহস্পতিবার চমেক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। হিরা হাসপাতালে ডুলাহাজরা চিকিৎসাধীন রয়েছেন।