Can't found in the image content. মোটরসাইকেলের ট্যাঙ্কে মিলল সাড়ে ১৯ হাজার ইয়াবা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

মোটরসাইকেলের ট্যাঙ্কে মিলল সাড়ে ১৯ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৫, ২০২২

মোটরসাইকেলের ট্যাঙ্কে মিলল সাড়ে ১৯ হাজার ইয়াবা
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলের ট্যাঙ্ক থেকে ১৯ হাজার ৫০০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার বাইপাস মোড়ে ডিবি পুলিশ এ অভিযান চালিয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলের ট্যাঙ্কে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ১৯ হাজার ৫০০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি তালিম উদ্দিন মুন্না (২৫)। তার বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছিড়পাড়া গ্রামে।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি সাইফুল আলমের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন রামু বাইপাস মোড়ে একটি হিরো মোটরসাইকেল থামিয়ে মুন্নাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মোটরসাইকেল তল্লাশি করে একপর্যায়ে তেলের ট্যাঙ্ক থেকে বিশেষ কায়দায় সরিষার তেলের বোতলে থাকা ইয়াবার সন্ধান পায় ডিবি পুলিশ।

পরে স্থানীয় মোটরসাইকেল মেকানিকের সহায়তায় ট্যাঙ্কি কেটে ৩০টি সরিষার তেলের বোতলে প্রতিটিতে ৬৫০ করে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে, ঘটনায় নেতৃত্বদানকারী কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম আরটিভি নিউজকে বলেন, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিনব কায়দায় পাচারকালে ১৯ হাজার ৫০০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।