কক্সবাজারের টেকনাফ পৌরসভার লামার বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ মনির আহমদ প্রকাশ ধইল্লা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান।
তিনি জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হোসাইন ও সজীবের নেতৃত্বে পুলিশের একটি টিম পৌরসভার ৭নং ওয়ার্ডের লামার বাজার জনৈক কাজী কাদের হোসেন এর পানের দোকানের সামনে ২০ হাজার ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্ধা রোহিঙ্গা ফয়েজ আহমেদের ছেলে মনির আহমেদ প্রকাশ ধইল্লা (৩০)।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।