Can't found in the image content. গাছের সাথে এ কেমন শত্রুতা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

গাছের সাথে এ কেমন শত্রুতা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ১৪, ২০২২

গাছের সাথে এ কেমন শত্রুতা
নড়াইলের লোহাগড়া উপজেলার দোয়ামল্লিকপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে কলা গাছসহ বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় রবিবার দুপুরে লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক ওলিয়ার রহমান মল্লিক।

ক্ষতিগ্রস্ত কৃষক দোয়ামল্লিকপুর গ্রামের ওলিয়ার রহমান জানান, মঙ্গলহাটা-মল্লিকপুর সড়কের দুই পাশে তার নিজের জমিতে এবং মৎস্যঘের পাড়ে আম, নারকেল, সুপারি, কলা গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। কিন্তু শত্রুতার জেরে শনিবার গভীর রাতে এসব গাছ কেটে ফেলা হয়। রবিবার সকালে গাছ কর্তনের বিষয়টি জানতে পারেন তিনি। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই কৃষক।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, ওলিয়ার রহমানের গাছ কর্তনের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।