একটি বিড়ালকে মেরে বুঝিলে রাখা হয়েছে গাছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গাজীপুর-কালিটি সড়কে এ ঘটনা ঘটেছে। শনিবার সকালে প্রথমে স্থানীয়দের নজরে আশে গাছে ঝুলতে থাকা মৃত বিড়ালটি। পরে কুলাউড়া ডিগ্রি কলেজের ছাত্র পারভেজ আহমেদ এই নৃশংসতার চিত্র ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেন। মুহূর্তেই ঘটনাটি জানানাটি হয়ে গেলে ওই দিন দুপুরের পর বিড়ালটিকে গাছ থেকে নামিয়ে ফেলা হয়। তবে কে বা কারা এই বিড়ালটিকে মেরে গাছে ঝুলিয়ে রেখেছিল তা জানা যায়নি।
পারভেজ আহমেদ তার আইডিতে এই ভিডিও আপলোড করে যারা বণ্যপ্রাণী বা বনের প্রাণীকূলকে ভালবাসেন তাদের দৃষ্টি আকর্ষন করে বলেন, কে বা কারা এই বিড়ালটি মেরে গাছে ঝুলিয়ে রেখেছে। এরকম নিষ্ঠুর ও নিকৃষ্টতম কাজটি যারা করেছে তাদের বিরুদ্ধে যেন বন বিভাগ বা প্রশসনের পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন,‘এটি একটি নির্মম ঘটনা। কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তা বের করার চেষ্টা করছি। তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। যারা এমন নির্মম ঘটনা ঘটাতে পারে, তাদের দ্বারা যে কোনো অপরাধ করা সম্ভব। স্থানীয়দেরও উচিত এদের চিহ্নিত করতে সাহায্য করা।’