ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

টেকনাফে বিদেশি অস্ত্র-ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২২

টেকনাফে বিদেশি অস্ত্র-ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৫) সদস্যরা অভিযান চালিয়ে একটি ম্যাগজিনসহ বিদেশি অস্ত্র ও ১ হাজার ৪০০পিস ইয়াবাসহ সৈয়দ আহম্মদ (৪২) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শনিবার বিকালে হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা ব্যক্তি হ্নীলা ইউনিয়নের ওই ক্যাম্পের এইচ ব্লকের,শেড-০৬৩৫/১ বাসিন্দা সুলতান আহম্মদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সি. সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

তিনি জানান, উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে একটি রেস্টুরেন্টের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযানে যায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে একটি ম্যাগজিনসহ বিদেশি অস্ত্র ও ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,  ধরা পরা আসামি মাদক ব্যবসাসহ অবৈধ অস্ত্র দ্বারা দীর্ঘদিন যাবৎ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন। উদ্ধার ইয়াবা ও অস্ত্রসহ রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।