ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

অপহরণের ২৫ দিন পর উদ্ধার, আটক ১

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অপহরণের ২৫ দিন পর কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।


মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২২

অপহরণের ২৫ দিন পর উদ্ধার, আটক ১
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অপহরণের ২৫ দিন পর কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামি রুবেল ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

আটক রুবেল ইসলাম ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চকএনায়েতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং অপহৃতা ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট মাহালীপাড়া গ্রামের মেয়ে।

জানা যায়, চলতি বছরের গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউপির মাদিলাহাট মাহালীপাড়া গ্রামের কলেজছাত্রী অপহরণের শিকার হয়। এ ব্যাপারে গত ১৯ জানুয়ারি ওই ছাত্রীর পিতা একই ইউনিয়নের চকএনায়েতপুর গ্রামের রুবেল ইসলামসহ পাঁচজনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পাঁচজন আসামির আদালত থেকে জামিনে থাকলেও মামলার প্রধান আসামি রুবেল ইসলাম ওই ছাত্রীকে নিয়ে দেশের বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিল। এরপর অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে পুলিশ।

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই রওশন সরকারের নেতৃত্বে এএসআই মাসুদসহ পুলিশ সদস্যরা স্থানীয় র‌্যাব সদস্যদের সহযােগিতায় ঢাকার আশুলিয়া কাঠগড়া এলাকা থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধারসহ অপহরণ মামলার প্রধান আসামি রুবেল ইসলামকে গ্রেফতার করে। শনিবার উদ্ধার হওয়া কলেজছাত্রী ও গ্রেফতারকৃত রুবেল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।