Can't found in the image content. ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২২

ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ শাওন মৃধা (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার দুপুরে শহরের আলীপুর এলাকার দক্ষিন শাপলা সড়ক থেকে তাকে আটক করা হয়। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিক্তিতে শাপলা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় আটক করা হয় রাজবাড়ী জেলার ভবানীপুর এলাকার হান্নান মৃধার ছেলে শাওন মৃধাকে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৯শ ৪০ পিস ইয়াবা, ১৬টি এলইডি বাল্ব এবং মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ৫টি সিমসহ তিনটি মোবাইলফোন জব্দ করা হয়। আটককৃত আসামিকে উদ্ধারকৃত মালামালসহ ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদক আইনে মামলা হয়েছে।