ফরিদপুর জেলা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ২২ আসামি আটক হয়েছে। এরমধ্যে ২টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২২০ পিস ইয়াবা, চাপাতি, ১টি মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারী রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়। শুক্রবার জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, সম্প্রতি শহরের ঝিলটুলী এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের সনাক্ত করা হয়। পরে তাদের আটকের জন্য পুলিশ নগরকান্দার তালমা মোড়ে অভিযান চালালে পুলিশের উপর তারা হামলা চালায়। এতে এক পুলিশ সদস্যসহ দুইজন আহত হয়। সেখান থেকে ছিনতাইয়ের প্রধান আসামি শামীম আহমেদকে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে সদরপুর এলাকায় অভিযান চালিয়ে পান্নু শেখ ও সুমনকে আটক করা হয়।
পরে শহরের বাইপাশ এলাকায় আসামিদের আড্ডাস্থলে অভিযান চালিয়ে ছিনতাইকাজে ব্যবহারকৃত পিস্তল, গুলি, চাপাতি, মোটর সাইকেল উদ্ধার করা হয়। এছাড়া কোতয়ালী থানা পুলিশ ৪টি নিয়মিত মামলার ৮ আসামিকে গ্রেফতার করে। এছাড়া ভাঙ্গা থানা পুলিশ ২ আসামিকে, সদরপুর থানা পুলিশ ৩ আসামিকে, আলফাডাঙ্গা থানা পুলিশ ২ আসামিকে, সালথা থানা পুলিশ ৩ আসামিকে, চরভদ্রাসন থানা পুলিশ ১ জনকে আটক করে। ফরিদপুর পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।