ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ফরিদপুরে বিএনপি থেকে পদত্যাগ করলেন অ্যাডভোকেট হাবিব

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ১২, ২০২২

ফরিদপুরে বিএনপি থেকে পদত্যাগ করলেন অ্যাডভোকেট হাবিব
ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব বিএনপি থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। 

একই সাথে তার ছোট ভাই জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটনও পদত্যাগ করেন। 

শুক্রবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব বিএনপি সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, তিনি ও তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ছাত্র থাকাবস্থায় ছাত্রলীগের রাজনীতি করতেন। ১৯৭৭ সালে তিনি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে অনুপ্রানিত হয়ে স্কুলে পড়াকালীন সময়ে সেই স্কুলের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০০ সালে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। সে সময় তিনি সালথা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তাছাড়া তিনি জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য ছিলেন। 

হাবিবুর রহমান বলেন, ব্যক্তিগত কারণে তিনি বিএনপির রাজনীতি থেকে সরে এসেছেন। আপাতত কোন দলের সাথে সম্পৃক্ত তিনি থাকছেন না। তবে আওয়ামী লীগে ফিরে যাবার ইঙ্গিত করে তিনি বলেন, যে রাজনৈতিক আদর্শ নিয়ে জীবন শুরু করেছিলাম সেই আদর্শ নিয়েই আগামীতে পথ চলতে চাই। 

সংবাদ সম্মেলনে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।