উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে ভজনপুর এলাকায় করতোয়া ব্রীজে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে সন্দেহ জনক একটি ট্রাকে তল্লাশি ১১ গ্রাম হেরোইনসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে থানার পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়ার নির্দেশনায় এসআই ইয়াকুব আলী সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন, ভজনপুর ইউনিয়নের ইউনিয়নের গনাগছ গ্রামের আকবর আলীর পুত্র ট্রাক ড্রাইভার সপিক আলম (২৩) ও একই ইউনিয়নের ডাঙ্গপাড়া গ্রামের মাহবুব আলমের পুত্র ট্রাক হেলপার সাইদার (২২)
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত মা-ফাতেমা এন্টারপ্রাইজ ঢাকা মেট্রো (ট-১৮-১০৫৯)
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ধারাবাহিক অভিযানে ভজনপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবন ও পরিবহনকালে ১১ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।