জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভূক্ত শতভাগ প্রকপ্লের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করন সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের দেয়া আদেশ প্রত্যাহারের দাবিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা খনির প্রকৌশলীরা ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন।
বৃহস্পতিবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) বড়পুকুরিয়া উপ-কেন্দ্রের আয়োজনে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক প্রধান ফটকের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা খনির প্রকৌশলীরা ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এ এস এম ওয়াজেদ আলী সরদার,ব্যবস্থাপক পরিচালন প্রকৌশলী মোঃ আলমগীর মাহফুজুর রহমান,ব্যবস্থাপক সংরক্ষন প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ,নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান,সহকারী প্রধান প্রকৌশলী মোঃ মোহসিনুল ফিরোজ, নির্বাহী প্রকৌশলী এ কে এম তাজেদুর রহমান,নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান,উপ-বিভাগীয় প্রকৌশলী মুনতাসির মামুন,নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবীব,উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান দাদু, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ এনমুল হক,উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাকারিয়া সরকার,উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রেজওয়ানুল হক,উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ অমিনুর রহমান,নির্বাহী প্রকৌশলী মোঃ হাসান জামান এবং বড়পুকুরিয়া কয়লা খনির উপ মহা ব্যবস্থাপক আ.ম.ম ইফতেখার আলম চৌধুরী,ব্যবস্থাপক আক্কাস আলী, ব্যবস্থাপক এবিএম সেলিম, সহকারী ব্যবস্থাপক সজীব কুমার ঘোষ,সহকারী ব্যবস্থাপক পাবেল হোসেন পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপক শরিফুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম,উপসহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান ও উপসহকারী প্রকৌশলী মোঃ সাজাদ্দুর রহমান প্রমুখ।
এসময় সকল প্রকৌশলীরা অবিলম্বে জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভূক্ত শতভাগ প্রকপ্লের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করন সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের দেয়া আদেশ,বাতিলের দাবী জানান।