কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার বিকেলে গাঁজাসহ চারজনকে আটক করছে রংপুর র্যাব-১৩। পরে বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটে উলিপুর পৌর এলাকার রামদাস ধনিরাম পাড়ায়। উলিপুর থানার মামলা সূত্রে জানা যায়, র্যাব-১৩ রংপুরের একটি দল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। তারা জানতে পান কয়েকজন ব্যক্তি পৌর এলাকার এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজের মাঠে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদেশ্যে অবস্থান করছিল।
এরপর সেখানে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো তৌফিক আলম (২১), পৌরসভার পাঠানপাড়া এলাকার মঞ্জু মিয়ার ছেলে রাকিবুল হাসান হৃদয় (২১), রামদাস ধনিরাম এলাকার এনামুল হকের ছেলে এবিএম সাঈদ (২০) ও সবুজপাড়া এলাকার নুর হক সরকারের ছেলে জীবন সরকার জাহিদ (১৯)। এ ব্যাপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।