শ্রীমঙ্গলে নারী চা শ্রমিকদের স্বাস্হ্য ও শিশুদের স্বাস্হ্য সুরক্ষা বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বুধবার শেষ হয়েছে।
উপজেলা সমাজকল্যাণ বিষয়ক কমিটির বাস্তবায়নে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্হানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি'র (জাইকা) সহযোগীতায় এ প্রশিক্ষন অনু্ষ্িঠত হয়।
প্রশিক্ষনের সমাপনী দিনে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, জাইকা'র উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর নিশিত বরুন রায় প্রমুখ।
উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর নিশিত বরুন রায় জানান, ৪ দিনে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা বাগানের ৪০ জন করে ১৬০ জন নারী চা শ্রমিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।