ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

টেকনাফে অপহৃত রোহিঙ্গা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ৯, ২০২২

টেকনাফে অপহৃত রোহিঙ্গা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ থেকে আয়াত উল্লাহ নামে অপহৃত এক রোহিঙ্গাকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

সোমবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আয়াত উল্লাহ আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের রহিম উল্লাহ্‌র ছেলে।

 ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুরের দিকে আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা আয়াত উল্লাহকে ঘর থেকে ডেকে নিয়ে অপহরণ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে তাকে ক্যাম্প সংলগ্ন পাহাড়ের দিকে নিয়ে যায়। বিষয়টি তার স্বজনরা এপিবিএনকে জানালে ক্যাম্পের একটি টহল দল অভিযান চালায়।

তিনি আরো জানান, এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভিকটিম আয়াত উল্লাহকে কাঁটাতারের বেষ্টনীর পাশে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারী দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।