Can't found in the image content. শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক; হাইকোর্টে আবেদন জায়েদ খানের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক; হাইকোর্টে আবেদন জায়েদ খানের

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ৭, ২০২২

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক; হাইকোর্টে আবেদন জায়েদ খানের
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রাথমিকভাবে জয় লাভ করেও শপথ নিতে পারেননি জায়েদ খান। আপিল বোর্ডে তার প্রার্থিতা বাতিল হওয়ায় সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী অভিনেত্রী নিপুণ আক্তার। এবার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জায়েদ। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আবেদনটি জমা পড়েছে।

গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে জায়েদ খানকে অপসারণের সিদ্ধান্ত নেয় নির্বাচনের আপিল বোর্ড। একই সঙ্গে তার প্রার্থিতা বাতিল করা হয়। আপিল বোর্ডের চেয়ারম্যান জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান জানান, ‘নির্বাচনী বিধি অমান্যের অভিযোগে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।’ 

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। প্রাথমিকভাবে সাধারণ সম্পাদকের পদে জায়েদ খান জয় পেলেও অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। রবিবার বাংলাদেশ শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ নিয়েছে। শপথ অনুষ্ঠানে প্রথমে সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পড়ান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। এর পর নিয়মানুযায়ী নিপুণসহ অন্যদের শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন। কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে বিজয়ীরা শপথ নিলেও মিশা-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত কোনো সদস্য শপথ অনুষ্ঠানে ছিলেন না।