জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, আগস্ট ২০, ২০২১
কুষ্টিয়ার
দৌলতপুরে বোমা তৈরির সময়
বিস্ফোরণে স্বামী-স্ত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার
(১৯ আগস্ট) দুপুরে উপজেলার সীমান্তবর্তী প্রাগপুর ইউনিয়ের বিলগাথুয়া মধ্যপাড়ায় আবু বক্করের বাড়িতে
এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে
আবু বক্কর (৩৬) ও তার
স্ত্রী মধুবালা (২৮) আহত হয়েছেন।
তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে
আবু বক্করের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় পাঠানো
হয়। আবু বক্কর প্রাগপুর
বিলগাথুয়া গ্রামের ইনতাজ আলীর ছেলে।
এ
ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কালাম,
বেকু ও রায়হান নামে
তিনজনকে আটক করেছে।
প্রাগপুর
ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল জানান, দুপুরে আবু বক্কর বাড়িতে
বোমা তৈরি করছিলেন। এ
সময় বোমার বিস্ফোরণ ঘটে। এতে স্ত্রীসহ
আবু বক্কর আহত হন। সে
এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও
চোরাকারবারী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।