শরীয়তপুরের ভেদরগঞ্জে সকিপুরে হত্যা মামলার দুই আসামিকে ১৯ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামি সুমন হাওলাদার(৩২) ও আরিফ হাওলাদার (২৫)ডিএমখালি ইউনিয়নের ০২নং ওয়ার্ডের পূর্ব হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা। শুক্রুবার সকাল ৭ টার দিকে সুমনকে চট্টগ্রাম পাহাড়তলী ও আরিফকে মিরপুর কালা পানি এলাকা থেকে গ্রেপ্তার করে সখিপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালে ডিএমখালিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাবলের আঘাতে মিন্টু মাঝি(৩৮) খুন হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। এ ঘটনায় সুমন ও আরিফ নামে মামলা করা হয়। এরপর থেকে সুমন ও আরিফ আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে পালিয়ে থাকতেন। অবশেষে শুক্রুবার সন্ধ্যায় মিরপুর ও চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসসাদুজ্জামান হাওলাদার বলেন, গ্রেপ্তার হওয়া আসামি সুমন ও আরিফ মামলার ১৯ দিন ধরে পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তার করতে তথ্য প্রযুক্তির মাধ্যমে চেষ্টা চালানো হচ্ছিল। তারা নিজ বাড়ি ছেড়ে আত্মগোপনে ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় পরিচয় গোপনে আত্বীয়র বাসায থাকতো।