ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

বরিশাল সিটি মেয়রের বাসায় অভিযানের প্রস্তুতি, ফিরে এলো পুলিশ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ২০, ২০২১

বরিশাল সিটি মেয়রের বাসায় অভিযানের প্রস্তুতি, ফিরে এলো পুলিশ

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবনে অভিযানের উদ্দেশ্যে গিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু যে আসামির খবরে গিয়েছিল পুলিশ সেরকম কাউকে না পেয়ে পরক্ষণেই ফিরে এসেছে।

 

এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, মূলত ইউএনওর বাসভবনে হামলা ও পুলিশের সরকারি কাজে বাধা দানের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি গ্রেপ্তারে মেয়রের বাসায় অভিযান চালাতে যায়।

 

তিনি জানান, তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে, তার বাসায় আসামিরা আত্মগোপনে ছিল। এজন্য পুলিশ সেখানে জড়ো হয়েছিল। তবে পরক্ষণে নিশ্চিত হয় সেখানে আসামি নেই। সেখা‌নে গি‌য়ে সেরকম কাউ‌কে পাওয়া যায়‌নি এবং কাউকে সেখান থে‌কে আটকও করা হয়‌নি।

 

ওসি আরও জানান, গতকাল বুধবা‌র রা‌তের ঘটনায় দু‌টি মামলা দায়ের করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ বাবু ও রুপাতলী বাস শ্র‌মিক ইউ‌নিয়নের সাধারণ সম্পাদক আহ‌ম্মেদ শাহা‌রিয়ার বাবুসহ ১২ জন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। দু‌টি মামলার ম‌ধ্যে এক‌টির বাদী ব‌রিশাল সদর উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা মো. মু‌নিবুর রহমান এবং অপরটির বাদী পুলিশ।

 

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মামলায় তার বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। আর পুলিশের দায়ের করা মামলায় সরকা‌রি কাজে বাধা, পু‌লিশের ওপর আক্রমণ, জনগণকে লা‌ঞ্ছিত ও ভাঙচুর করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া দু‌টি মামলায় ৩০ থেকে ৪০ জনের মতো নামধারী এবং কয়েকশত অজ্ঞাত আসমি আছে বলেও জানান ওসি নুরুল ইসলাম।