ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

নববধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ২, ২০২২

নববধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেফতার
রংপুরের কাউনিয়া উপজেলায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামী মোশাররফ হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পীরগাছা উপজেলার তালুক উপাশু গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মোশাররফ ওই গ্রামের গোলাপ মিয়ার ছেলে। 

সোমবার রাতে কাউনিয়ার মীরবাগ ধর্মেশ্বর গ্রামে বাবার বাড়ি থেকে শারমিন আক্তার (১৮) নামে ওই নববধূর লাশ  উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে মোশাররাফ হোসেনের বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা করেন শারমিনের বাবা মহসিন আলী। মামলার পরপরই মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান।  

ওসি জানান, প্রায় সাড়ে তিন মাস আগে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর মেয়েটিকে তার স্বামী প্রকাশ্য ও মুঠোফোনে মানসিকভাবে নির্যাতন করত। এমনকি মেয়েটিকে তালাক দেয়ারও হুমকি দিত। এতে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে। স্বামীর এমন নির্যাতন সহ্য করতে না পেরে কয়েকদির আগে বাবার বাড়িতে চলে আসে শারমিন। সেখানেও স্বামী মোশাররফ মুঠোফোনে বিভিন্ন ধরনের গালাগালি ও হুমকি দেন। মেয়েটির মুঠোফোনের কল রেকর্ড শুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, স্বামীর প্রকাশ্য ও মুঠোফোনে নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে মেয়েটি।