ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

বরিশাল সদর ইউএনও’র বাসভবনে হামলাঃ ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১৯, ২০২১

বরিশাল সদর ইউএনও’র বাসভবনে হামলাঃ ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে মামলা

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনের সিসিটিভির ফুটেজ দেখে হামলায় অংশ নেওয়া জড়িতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এরপর মামলা করা হবে। উপজেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্রে তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (১৮ জুলাই) দিবাগত রাতে কয়েক দফায় হামলা চালানো হয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য তিন আনসার সদস্য আহত হন। ঘটনায় পুলিশের পক্ষ থেকে আলাদা আরেকটি মামলা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

ইউএনও মুনিবুর রহমান বলেন, হামলার ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে সদর উপজেলা কমপ্লেক্সে থাকা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে।