ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষ: বিএনপির ১৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১৯, ২০২১

চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষ: বিএনপির ১৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের ঘটনায় ১৫৫ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হকসহ ১৫৫ জনকে আসামি করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

 

মো. শহিদুল্লাহ আরও বলেন, প্রায় ৪৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।