ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

টেকনাফে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ১, ২০২২

টেকনাফে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। তার নাম হোসেন আহমেদ (২৮)। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকার ছাবের আহমেদের ছেলে।

আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) আব্দুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সোমবার ভোরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈয়মুর পাশা এর নেতৃত্বে উপজেলার সাবরাং ইউনিয়নের কাঁটাবনিয়া সমুদ্র উপকূল সংলগ্ন ঝাউবনের দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে সাদা রংয়ের একটি বস্তা হাতে দেখতে পায়। পরে লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামানোর সংকেত দেওয়া হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকটি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। 

পরে তার সাথে থাকা বস্তায় তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।