Can't found in the image content. ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ১, ২০২২

ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ এলাকা থেকে ফেনসিডিল বোঝাই একটি পিকআপসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে অভিযান চালিয়ে ৬৫০ বোতল ফেনসিডিলসহ পিকআপটি আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকা নবাবগঞ্জের কুটুরী এলাকার চুন্নু মিয়ার ছেলে মো. ফয়সাল (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের মৃত জনাব মন্ডলের মেয়ে বিথী বেগম ওরফে জাহানারা (৩৩) ও দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে সাগর আলী (১৮)।

র‌্যাব-৬’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে আটককৃত আসামিদেরও চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।