কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক কুষ্ঠ দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের শ্লোগান ছিল, ‘কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদায় ঐক্যবদ্ধ আমরা সবাই।’
এ উপলক্ষে রোববার সকালে সিভিল সার্জন হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মনজুর-এ-মুর্শেদ, ডা. আ ন ম গোলাম মোহাইমেন রাসেল, এমওসিএস ডা. দেবজিৎ বকসী, ডা. তৌসিফ তানভীর রাতুল, প্রোগ্রাম অর্গানাইজার মো. আবদুল হান্নান, প্রোগ্রাম এসিসটেন্ট খালিদ হাসান, ডিএসআই রফিকুল ইসলাম প্রমুখ।
আয়োজকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী আগামী ২০৩০ সালের মধ্যে দেশে জিরো লেপ্রোসী লক্ষ্যে সারাদেশের ন্যয় কুড়িগ্রাম জেলাতেও এ লক্ষ্যে কাজ করা হচ্ছে।
সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশ’র উদ্যোগে এর আগে অফিসের সামনে রিক্সা, ভ্যান ও শ্রমিকদের মাঝে কুষ্ঠ রোগ সম্পর্কিতত সচেতনতামূলক গেঞ্জি ও মাস্ক বিতরণ করা হয়।