ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

হিলিতে বেড়েছে শীতের দাপট

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জানুয়ারী ৩০, ২০২২

হিলিতে বেড়েছে শীতের দাপট
দিনাজপুরের হিলিতে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে; সেই সঙ্গে শীতের প্রকোপ আরও বেড়েছে।

রোববার সকাল থেকে রোদের দেখা মিলেছে। তবে সূর্যের তেজ খুব কম। বিশেষ করে বিপাকে রয়েছেন নিম্নআয়ের মানুষজন। কষ্টে দিন পার করছেন তারা।  

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, রোববার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ; বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫, তেঁতুলিয়া ৭ দশমিক ৬, সৈয়দপুর ৮ দশমিক ২, রংপুর ৯ দশমিক ৫, ডিমলা ৮ দশমিক ৯, নওগাঁ ৮ দশমিক ৫, রাজশাহী ৮ দশমিক ৬, চুয়াডাঙ্গা ৮ দশমিক ৬, শ্রীমঙ্গল ৯ ডিগ্রি তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পযর্ন্ত তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ।

তিনি আরও জানান, চলমান শৈত্যপ্রবাহটি অব্যাহত রয়েছে। সেই জন্য শীতের প্রকোপ একটু বেশি রয়েছে।