Can't found in the image content. হ্যাটট্রিক করেও মন খারাপ জায়েদ খানের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

হ্যাটট্রিক করেও মন খারাপ জায়েদ খানের

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, জানুয়ারী ২৯, ২০২২

হ্যাটট্রিক করেও মন খারাপ জায়েদ খানের
বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জিতেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জিতেছেন চিত্রনায়ক জায়েদ খান। এ নিয়ে টানা তিন বার সাধারণ সম্পাদক পদে জিতলেন জায়েদ খান।

ফলাফল ঘোষণা শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জায়েদ খান বলেন, ‘ব্যক্তিগতভাবে যে আক্রমণ, ব্যক্তিগতভাবে যে ষড়যন্ত্র এই জিনিসগুলোতে যেন আপনারা সঠিকভাবে পাশে থাকেন। আমি আবারও বলি যে এখানে কাজের চেয়ে ব্যক্তিমানুষকে টেনে ধরা বা ব্যক্তিমানুষকে বাজেভাবে উপস্থাপন করা, এটা অনেক বেশি দুঃখজনক। সত্যিই অনেক কাজ করেছি, না হলে শিল্পীরা কেন তৃতীয় বারের মতো ভোট দেবে।’

জায়েদ খান আরও বলেন, ‘আমরা মনে করি, কাল থেকে সব এক। সবাই একসঙ্গে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সবাই সবার পাশে দাঁড়াব।’

উল্লেখ্য, সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার পেয়েছেন ১৬৩ ভোট।