ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

দৌলতপুরে সাবরেজিষ্ট্রার অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, জানুয়ারী ২৮, ২০২২

দৌলতপুরে সাবরেজিষ্ট্রার অফিসে দুদকের অভিযান
কুষ্টিয়া দৌলতপুরে সাবরেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযানে নগদ টাকা সহ অফিস সহকারী মুন্নিকে আটক করেছে দুদক। আটকের পর গত বুধবার রাতে দৌলতপুর থানায় হাজতে রাখা হয়। দৌলতপুর সাবরেজিষ্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে ব্যাপক অনিয়ম দুর্নীতি করে আসছে  দলিল প্রতি,টিপসহি,দলিল ফেরত সহ নানা বিষয়ে অতিরিক্ত টাকা আদায় করে থাকেন। সরকারী সকল নিয়ম কানুনকে উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত অফিস চালিয়ে আসা সহ নানা কারণে গত বুধবার বেলা ৪ টা থেকে রাত ১০টা পর্যন্ত দুদক এ অভিযান চালায়। প্রায় ৬ ঘন্টা ধরে এ অভিযান চলাকালে সাবরেজিষ্ট্রি অফিসের প্রধান গেট বন্ধ করে দেয়। এ সময় তারা সাবরেজিষ্ট্রার সুব্রত কুমার সিংহ,অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নি সহ অন্যন্য কর্মচারীকে দীর্ঘ সময় ধরে ব্যাপক জিঞ্জাসাবাদ ও  তল্লাশী চালায়। এ সময় তল্লাশী চালিয়ে অফিস সহকারী মুন্নির টেবিলের ব্যবহ্নত ড্রয়ার থেকে ৩ লক্ষ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। দুদকের উদ্ধারকৃত ঘুষের টাকার কোন সদুত্তর দিতে পারেনি মুন্নি ও সাবরেজিষ্ট্রার সুব্রত কুমার সিংহ। অভিযান শেষে দুদক অফিস সহকারী মুন্নিকে আটক করে নিয়ে যায়। এ সময় অফিসের বাহিরে থাকা শত,শত উৎসুক জনতা আনন্দ প্রকাশ করেন ও দুদককে ধন্যবাদ জানান। সুত্রে জানা যায়, বৃহত্তম দৌলতপুর  উপজেলা স্থায়ী কোন সাব রেজিষ্ট্রার না থাকায় পদটি শুন্য হয়ে আছে। বর্তমানে সপ্তাহে ২ দিন বুধ ও বৃহস্পতিবারে অতিরিক্ত দায়িত্ব পালন করেন সুব্রত কুমার সিংহ। তার বর্তমান কর্মস্থল কুষ্টিয়া সদর সাব রেজিষ্ট্রি অফিসে। এই সাব রেজিষ্ট্রার ইতিপৃর্বে দুদকের হাতে ঘুষের টাকা সহ আটক হয়েছিলেন। সেই মামলা এখনে বিচারাধীন আছে বলে জানা গেছে। এ ব্যাপারে দুনীর্তি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া জেলার উপপরিচালক জাকারিয়া জানান,দৌলতপুর সাবরেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নিকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হবে। ঐ অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী জড়িত থাকলে দতন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।