ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ২০, ২০২৪ |

EN

কক্সবাজারের মেয়র মুজিবের ছেলেকে হত্যার হুমকিদাতা আটক

জেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, জানুয়ারী ২৭, ২০২২

কক্সবাজারের মেয়র মুজিবের ছেলেকে হত্যার হুমকিদাতা আটক
কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে ফোন করে তার ছেলে হত্যার হুমকি দেয়ায় অভিযোগে মো. আজম উদ্দিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কুতুবদিয়া পাড়া থেকে তাকে হেফাজতে নেয়া হয়। আটক যুবক কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

কক্সবাজার মডেল থানার ওসি শেখ মুনিরুল গিয়াস বলেন, পৌর মেয়রকে ব্যক্তিগত মুঠোফোনে কল করে  তার ছেলেকে হত্যার  হুমকির অভিযোগে মঙ্গলবার থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করে মুজিবুর রহমান।

জিডি নিয়ে তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে জিঞ্জাসাবাদের জন্য আজমকে পুলিশ আটক করেছে। 

এ বিষয়ে মেয়র মুজিবুর রহমান বলেন, মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে হঠাৎ এক ব্যক্তি আমার ব্যক্তিগত মোবাইল কল করেন। সেসময় ওই ব্যক্তি আমাকে জানান, তিনি শহরের কলাতলীর মোনাফ মার্কেট থেকে বলছেন।  

এরপরই ওই ব্যক্তি আমার ছেলেকে হত্যা করবে বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে আমি বার বার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হই।এক পর্যায়ে বাধ্য হয়ে থানায় জিডি করি।