ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

হাঁস খুঁজতে গিয়ে নদীতে নিখোঁজ বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, জানুয়ারী ২৭, ২০২২

হাঁস খুঁজতে গিয়ে নদীতে নিখোঁজ বৃদ্ধ
জামালপুরের সরিষাবাড়ীতে হারানো হাঁস খুঁজতে গিয়ে নদীর পানিতে পড়ে লতিফুর রহমান (৬০) নামে এক হাঁস ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজের নিচে সুবর্ণখালী নদীতে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবুরিরা তার সন্ধানে অভিযান পরিচালনা করছিল। লতিফুর রহমান সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী মন্ডলের ছেলে।

পোগলদিঘা ইউপি সদস্য মোবারক হোসেন জানান, লতিফুর রহমান সাপ্তাহিক হাট উপলক্ষে বয়ড়া ব্রিজের ওপর হাঁস নিয়ে বিক্রির জন্য বসেছিলেন। এ সময় একটি হাঁস লাফ দিয়ে নদীতে পড়ে যায়। হাঁসটি ধরার জন্য তিনি পানিতে নামে। এরপর তিনি আর উঠে আসেন নি। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আবদুল লতিফ জানান, খবর পেয়ে জামালপুরের ফায়ারসার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে নেমে অভিযান পরিচালনা করছে।

সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বৃদ্ধের কোনো সন্ধান মেলেনি।