ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ছেলেকে ছাড়তে বাবার কাছে লাখ টাকা দাবি এসআইয়ের!

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, আগস্ট ১৮, ২০২১

ছেলেকে ছাড়তে বাবার কাছে লাখ টাকা দাবি এসআইয়ের!

ছেলেকে ছেড়ে দিতে বাবার কাছে এক লাখ টাকা দাবি করেছেন মেহেরপুরের ধলা পুলিশ ক্যাম্পের এসআই নজরুল ইসলাম। অসহায় বাবা টাকা দিতে ব্যর্থ হওয়ায় ছেলেকে ছিনতাই মামলায় আদালতে সোপর্দ করেছেন অভিযুক্ত এসআই। এমন অভিযোগ করে সদর উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল বারি সাংবাদিকদের মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করেছেন।

 

এদিক শুধু ঘুষ চাওয়ার বিষয়টি নয় এসআই নজরুল ইসলামের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজস ও ভয় ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়েরও অভিযোগ রয়েছে।

 

জানা গেছে, সোমবার (১৬ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে সদর উপজেলার শ্যামপুর গ্রামের মিলনকে (৩০) গ্রেপ্তার করে গাংনী উপজেলার ধলা পুলিশ ক্যাম্প ইনচার্জ নজরুল ইসলাম। এসময় মিলনের চোখ বেঁধে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় গ্রেপ্তারের কারণ জানতে চান তার বাবা আব্দুল বারি। উত্তরে তাদেরকে ক্যাম্পে আসার কথা বলে মিলনকে নিয়ে চলে আসেন এসআই।

 

মিলনের বাবা আব্দুল বারি জানান, ক্যাম্পে গেলে ছেলেকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা দাবি করেন এসআই নজরুল ইসলাম। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এসআই নজরুল মিলনকে ছিনতাইকারী হিসেবে কোর্টে চালান দেয়ার ভয় দেখায়।

 

এ ব্যাপারে এসআই নজরুলের কাছে জানতে চাওয়া হলে, তিনি মিলনকে গ্রেপ্তারের কারণ জানাতে অপারগতা প্রকাশ করেন। সেই সাথে মিলনের পিতার কাছে টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, অনেকে অনেক কথা বলবে তাতে কান দিলে চলে না।

 

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, গেল জানুয়ারি মাসে একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক মিলনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম জানান, গ্রেপ্তারের বিষয়টি তিনি জানেন না। কি কারণে গ্রেপ্তার করা হয়েছে এবং টাকা চাওয়ার বিষয়টি তিনি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।