ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, মে ১৯, ২০২৪ |

EN

বাঁওড়ে নৌকাডুবি, নৈশপ্রহরীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জানুয়ারী ২৩, ২০২২

বাঁওড়ে নৌকাডুবি, নৈশপ্রহরীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বেণীপুর বাঁওড়ে নৌকাডুবির ঘটনায় বাদল গোলদার (৩৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার উপজেলার বেণীপুর বাঁওড়ে এ ঘটনা ঘটে।

নিহত বাদল হোসেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের রেজাউল গোলদারের ছেলে। তিনি পেশায় নৈশপ্রহরী ছিলেন।

জানা যায়, বাদল গোলদার সম্প্রতি বেণীপুর বাঁওড়ে নৈশপ্রহরী হিসেবে কাজে যোগ দেন। বাদল অন্যান্য দিনের মতো শনিবার রাত সাড়ে ৯টার দিকে অন্যান্য প্রহরীর সঙ্গে একটি ইঞ্জিনচালিত নৌকায় বাঁওড়ের চারদিকে পাহারা দিচ্ছিলেন। তাদের নৌকাটি হঠাৎ করে পানিতে তলিয়ে যায়। এ সময় অন্যরা উঠতে পারলেও পানির নিচে তলিয়ে যান বাদল। পরে বেণীপুর গ্রামের মানুষ বাঁওড়ের পানি থেকে বাদলের লাশ উদ্ধার করেন।

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যা বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা।