Can't found in the image content. ‘মা হলেন’ প্রিয়াঙ্কা চোপড়া | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

‘মা হলেন’ প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, জানুয়ারী ২২, ২০২২

‘মা হলেন’ প্রিয়াঙ্কা চোপড়া
মা হলেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে এই অভিনেত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

তবে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পত্তির ঘরে এ সন্তান এসেছে সারোগেসির মাধ্যমে। অবশ্য সন্তান ছেলে না মেয়ে তা জানাননি প্রিয়াঙ্কা চোপড়া।

ইনস্টাগ্রামে পোস্টে এ অভিনেত্রী বলেন,  নতুন অতিথির আগমনে আমরা আনন্দে উদ্বেলিত।

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তার মায়ের সঙ্গে তার পোষ্যর আলাপ পরিচয় করিয়ে দিয়েছেন। ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।

২০১৮ সালের ডিসেম্বরে ১০ বছরের ছোট আমেরিকান গায়ক নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে হয়। নিক প্রিয়াঙ্কার মধ্যে ভালোবাসার কমতি নেই। তবে সংসার করলেও কবে তাদের ঘরে আসবে সন্তান সেই অপেক্ষায় ছিল অনুরাগীরা। এবার সেই অপেক্ষার প্রহর শেষ হলো নিক প্রিয়াঙ্কা ভক্তদের।