ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

EN

সাটুরিয়ায় পুলিশ সুপারের কম্বল বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

সাটুরিয়ায় পুলিশ সুপারের কম্বল বিতরণ
মানিকগঞ্জের সাটুরিয়ার ৫ শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

বুধবার সাটুরিয়া থানা চত্ত্বরে এসব ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ও অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান।

পুলিশ সুপার বলেন, অসহায় ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে মানিকগঞ্জর জেলা পুলিশের অর্থায়নে সাত থানায় ছিন্নমূল মানুষের মাঝে এ কম্বল বিতরণ অব্যহত থাকবে।

সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম বলেন, পুলিশ শুধু আইন শৃংঙ্খলার দায়িত্বই পালন করেন না। তারা সামাজিক কর্মকান্ডেও অংশ গ্রহন করেন। সেই সুবাধে সাটুরিয়ার ছিন্নমূল ও হত দরিদ্রদের কথা চিন্তা করে পুলিশের এই ক্ষুদ্র প্রচে্ষ্টা অব্যহত থাকবে।