Can't found in the image content. ঝালকাঠিতে ৬শ কেজি জাটকা জব্দ, ৬ জনকে অর্থদন্ড | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ঝালকাঠিতে ৬শ কেজি জাটকা জব্দ, ৬ জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, জানুয়ারী ১৯, ২০২২

ঝালকাঠিতে ৬শ কেজি জাটকা জব্দ, ৬ জনকে অর্থদন্ড

শহরের পেট্রোলপাম্প মোড় এলাকায় অভিযান

ঝালকাঠিতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে, কুয়াকাটা-বেনাপোলগামী যাত্রীবাহী ২টি বাস- 'কুয়াকাটা এক্সপ্রেস' ও 'সেভেন স্টার' থেকে প্রায় ৬শ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে বাস দুটির ৬ জনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
মঙ্গলবার রাতে শহরের পেট্রোলপাম্প মোড় এলাকায় অভিযান চালানো হয়। 

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বশির গাজী অভিযানে নেতৃত্ব দেন। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।