ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

টেকনাফে চার রোহিঙ্গা সন্ত্রাসী আটক

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: বুধবার, জানুয়ারী ১৯, ২০২২

টেকনাফে চার রোহিঙ্গা সন্ত্রাসী আটক
টেকনাফের রোহিঙ্গা শিবিরে পৃথক দু’টি অভিযানে চারজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

১৮ জানুয়ারী (মঙ্গলবার) গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

তিনি জানান, গত সোমবার হ্নীলা ইউনিয়নের আলীখালী ক্যাম্প- ২৫ ও উনচিপ্রাং ক্যাম্প- ২২ এ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী শামসুল আলম (৪০), ইয়াছিন (২৫), নবি উল্লাহ (২৯), মোঃ সলিম (২৩)কে আটক করা হয়। 
তারা ক্যাম্পের রোহিঙ্গা মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসাী ও অপহরন পূর্বক মুক্তিপণ আদায়কারী গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে ক্যাম্প এলাকায় জনশ্রুতি রয়েছে।

এদের মধ্যে ইয়াছিন (২৫),  নবি উল্লাহ (২৯),  মোঃ সলিম (২৩) এর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায়  অস্ত্র আইনে মামলা রয়েছে।
তিনি আরও জানান, এই পৃথক অভিযানে পৃথক মামলা দায়েরের পর গ্রেফতারকৃত রোহিঙ্গাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।