Can't found in the image content. সবাইকে নিয়ে কাজ করবো, নারায়ণগঞ্জের নতুন ডিসি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

সবাইকে নিয়ে কাজ করবো, নারায়ণগঞ্জের নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ১৮, ২০২২

সবাইকে নিয়ে কাজ করবো, নারায়ণগঞ্জের নতুন ডিসি
যোগদান করে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ রাজু।

সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের অফিস কক্ষে বিদায়ী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর কাছ থেকে নবাগত জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ দায়িত্ব গ্রহণ করেন।

রাতে তিনি গণমাধ্যমকে বলেন, মাত্র এসেছি, এখনো সবকিছু দেখা হয়নি। আমি সবাইকে নিয়েই কাজ করবো, সবার সঙ্গে বসবো। আমি নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চাই।
গত ৫ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ ১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

নবাগত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ গত বছরের ২৭ সেপ্টেম্বর চাপাইনবাবগঞ্জে ডিসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব পদে ছিলেন।

সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ গত বছরের ৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এর আগে তিনি বরগুনার জেলা প্রশাসক ছিলেন।