ঝালকাঠির কাঁঠালিয়া সদরে জমজমাট ভাবে চলছে মাদক ব্যবসা। কাঠালিয়া সদর ইউনিয়নের অন্তত ১৪ টি পয়েন্টে মাদক ব্যবসা এখন ওপেন সিক্রেট। দীর্ঘ দিন ধরে এই ব্যবসা চললেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। যে কারনে পুরো কাঠালিয়া এখন মাদক ব্যবসায়ীদের অভয়রন্যে পরিনত হয়েছে।
গোপন তথ্যে পাওয়া গেছে, দক্ষিণ আউরা বেলি ব্রিজ সংলগ্ন শুভ জমাদ্দারের বাড়ির সামনে,বাইপাস মোড় ছগিরের বাড়ির সামনে,দক্ষিণা আউরা জমাদ্দার বাড়ি এলাকায়,বাসস্ট্যান্ড রাড়ী সুমনের বাড়ির সামনে,পশ্চিম আউড়া বালাবাড়ী রোডে নয়ন বালার বাড়ির পাশে,ফাজিল মাদ্রাসা সংলগ্ন কালা মামুনের বাড়ির সামনে,কলেজ রোড সিনেমাহলের সামনে মৃত্যু সন্ত্রাস করিমের বাড়ির পাশে,কাঠালিয়া টিএন্ডটি অফিসের সামনে,উত্তর আউড়া আকন পাড়ায় সৈকতের বাড়ির পাশে,কাঠালিয়া লঞ্চঘাটের রোডে ইদগা ময়দান সংলগ্ন খায়রুলের বাড়ির পাশে,কাঠালিয়া গার্লস স্কুলের পিছনে রোডে সাহানের বাড়িতে চলছে,গার্লস স্কুলের পূর্ব পার্শ্বে মৃধার বাগানে, পিনিক মৃধার বাড়ি,কাঠালিয়া স্কুল রোডে সুরিদের বাড়ির সামনে,থানাপাড়া রোডে বড় কাঠালিয়া সংলগ্ন স্বপন মিয়ার বাড়ির সামনে,হাসপাতাল বাউন্ডারির পাশে তনু ও মেহেদির বাসার পাশে প্রতিদিন দিনে ও রাতে সমান তালে চলছে ইয়াবা,গাজা ও ফেন্সিডিলের হরধম বিকিকিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন আমি বহু দপ্তরে এই মাদক ব্যবসার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু কোন ফল পাইনি।
এ বিষয়ে কাঠালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হক নাহিদ সিকদার বলেন, বিষয়টি আমরাও জানি এবং মানুষের কাছে শুনতে পাই, কিন্তু হাতেনাতে না ধরতে পারায় পুলিশ এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারছেন না।
এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার্স ইনচার্জ মুরাদ আলী জানান আমার কোনো স্পটের কথা জানা নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখব।