জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ১৬, ২০২১
উজানে
ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বেড়েছে তিস্তার পানি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা
ব্যারেজ পয়েন্টে নদীর পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ
সোমবার সকাল সাড়ে ৮টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
লালমনিরহাট
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল
৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪
ঘণ্টায় পানি কমতে পারে বলে আশা করছি।'
হাতীবান্ধা
ও আদিতমারী উপজেলায় তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলে
বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় আমন ধান ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
রাস্তা-ঘাট
পানির নিচে তলিয়ে যাওয়ায় চলাচলের কষ্টে পড়েছেন এসব এলাকার মানুষ। ঘরে পানি ওঠায় রান্না
করতে পারছেন না। তাদেরকে শুকনো খাবার খেতে হচ্ছে।
হাতীবান্ধার
চর সিন্দুর্না গ্রামের কৃষক আজগর আলী (৫৮) দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের বাড়িতে
নদীর পানি ঢুকেছে। রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় যাতায়াতে কষ্ট হচ্ছে। আমন ধান ও
সবজির ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।'
আদিতমারী
উপজেলার গোবর্ধান গ্রামের কৃষক মফিজুল ইসলাম (৫৬) ডেইলি স্টারকে বলেন, 'ঘরের ভেতর প্রায়
কোমর পানি। রান্না করতে পারছি না। মুড়ি-চিড়া-গুড়-পাউরুটি খেয়ে থাকতে হচ্ছে। বিশুদ্ধ
পানিও পাচ্ছি না।'
লালমনিরহাট
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, 'উজান থেকে পানি আসলেই
তিস্তার পানি বেড়ে যায়। তিস্তার তলদেশ পলি ও বালুতে ভরাট হওয়ায় সামান্য পানি বৃদ্ধিতে
নদীর তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়।'