Can't found in the image content. ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন হিরো আলম | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন হিরো আলম

বিনোদন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ১১, ২০২২

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন হিরো আলম
ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন হিরো আলম। এ নিয়ে কাজও শুরু করে দিয়েছেন হিরো আলম। এ প্ল্যাটফর্মে হিরো আলমের গান, সিনেমাসহ সব কাজ পাওয়া যাবে। প্ল্যাটফর্মটির নাম রাখা হয়েছে ‌‘হিরো আলম সিনেমা’।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে হিরো আলম বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম করতে প্রচুর অর্থ প্রয়োজন। আমি আস্তে আস্তে করবো। ধাপে ধাপে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি।’

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসার কারণ জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আমার তিনটা ছবি মুক্তি দিতে চাই। কাজ শেষ। কিন্তু করোনার কারণে হলে মুক্তি দিতে সাহস পাচ্ছি না। এজন্য ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি। যার ইচ্ছে হবে, দেখবে।’
হিরো আলম স্থানীয় ও সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরেছেন। তিনি জানিয়েছেন, আবারও জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) থেকে অংশ নেবেন।