দিনাজপুরের বিরামপুরে এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে ফেনসিডিল উদ্ধার এবং এ অভিযোগে ফেন্সি বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে বিরামপুর-কাটলা সড়কের ওপর থেকে ওই নারী গৃহবধূকে আটক করা হয়। আটক ফেন্সি বেগম (৩৮) দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের কবিরাজপাড়ার মাহাবুর আলমের স্ত্রী।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দিবাগত রাত ৮টার দিকে বিরামপুর পৌরশহরের মাহমুদ মহল্লার ঘাটপাড় ব্রিজের পশ্চিম পাশে বিরামপুর-কাটলা সড়কে পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ভ্যানিটি ব্যাগে করে ফেন্সি বেগম নামের এক নারী অভিনব কায়দায় মাদক নিয়ে যাওয়ার সময় ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় বলে জানান ওসি। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাতে বিরামপুর থানায় মামলা হয়েছে। সোমবার তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।