জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, আগস্ট ১৫, ২০২১
শরীরে
করোনা ভাইরাস সংক্রমণের কিছু লক্ষণ দেখেই পড়িমড়ি করে ছুটলেন পরীক্ষাকেন্দ্রে, নিজের
শরীরের নমুনাও দিলেন পরীক্ষার (Coronavirus Test) জন্যে, এরপর রুদ্ধশ্বাস প্রতীক্ষা।
কিন্তু ১১ দিনেও মিলছেনা করোনা টেস্ট রিপোর্ট। মদন স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েকদিন
যাবত বাক্সবন্দী নমুনা পরে থাকায় করোনায় আক্রান্ত রোগী পরিবারগুলোর মধ্যে এক প্রকার
আতঙ্ক দেখা দিয়েছে। অন্যদিকে নমুনা
দেয়া নিয়েও অনাগ্রহী হচ্ছে সাধারণ জনতা।
শনিবার
সরজমিনে মদন স্বাস্থ্য কেন্দ্রের
করোনা নমুনা ইউনিটে গেলে গত ০৩
আগষ্ট থেকে ১৪ আগষ্ট
পর্যন্ত সংগ্রহকৃত ৬৫টি নমুনা ভর্তি
বাক্স দেখতে পাওয়া যায়। ভূক্তভোগীরা জানায় দ্বিতীয় দফায় নমুনা দেয়ার পরও অদ্যবধি কোন
রিপোর্ট পাইনি। ফলে তারা অফিসিয়াল
সকল প্রকার কাজকর্ম থেকে বঞ্চিত হচ্ছি।
এ
ব্যাপারে ব্যাংক এশিয়ার সিনিয়র এসএআরও সৈকত বণিক জানান,
আমি গত ৭ জুলাই
করোনায় আক্রান্ত হই। গত ২২
জুলাই আবার দ্বিতীয় দফায় নমুনা
দেই কিন্তু অদ্যবধি কোন রিপোর্ট পাইনি।
ফলে আমি ও আমার পরিবার, সহকর্মীরা আতঙ্কে আছে। অপরদিকে অফিসিয়াল সকল
প্রকার কাজকর্ম থেকে বঞ্চিত হচ্ছি।
কবে রিপোর্ট পাব এ দুশ্চিন্তায়
আছি।
মেডিকেল
টেকনোলজিষ্ট (ল্যাবঃ) মৌসুমী খান রত্মা জানান,
নমুনা সংগ্রহ করে কর্তৃপক্ষকে অবগত
করেছি। কিন্তু কর্তৃপক্ষ তা প্রেরণ করছে
না।
স্বাস্থ্য
প্রশাসক ডাঃ হাসানুল হোসেন
জানান, আরটি পিসিয়ার রিপোর্ট
মূলত যারা বিদেশগামী তাদের
ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তবে র্যাপিড
এন্টিজেন রিপোর্ট নিয়মিত হচ্ছে। তবে বাক্সবন্ধি নমুনা পরে থাকায়র ব্যাপাটি তিনি এরিয়ে যান।
নেত্রকোনা
সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম
মিয়া জানান, মদন স্বাস্থ্য কমপ্লেক্স
থেকে করোনার নমুনা প্রেরণের বিষয়টি আমার জানা ছিল
না। করোনো টেস্টের নমুনা যথাসময়ে প্রেরণ না করলে তার
বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।