ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

মুহুর্মুহু ককটেলের শব্দে ঘুম ভাঙলো হাজারো গ্রামবাসীর

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, জানুয়ারী ৫, ২০২২

মুহুর্মুহু ককটেলের শব্দে ঘুম ভাঙলো হাজারো গ্রামবাসীর
মুহুর্মুহু ককটেলের শব্দে ঘুম ভাঙলো মুন্সীগঞ্জের চরাঞ্চলের হাজারো গ্রামবাসীর। হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি গবাদিপশুও।

মঙ্গলবার ভোরে ফজরের আজানের পরপরই এই ককটেল হামলার শিকার হন সদর উপজেলার আধারা ইউনিয়নের ষোলার চর ও বকুলতলা গ্রামের বাসিন্দারা। এসময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

স্থানীয়রা জানান, একটি বিচার-শালিসকে কেন্দ্র করে পার্শ্ববর্তী মাঝিকান্দি,তাতিকান্দি,আধারাসহ ৫/৬টি গ্রামের তৃতীয় দফার ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক মোল্লার বাহীনি মিল্লাত ও আহাদুল গংরা ভোরে ফজর আজানের সময় অতর্কিতভাবে ষোলারচর ও বকুলতলা গ্রামে ককটেল হামলা চালায়। এসময় প্রায় তিন শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে দেয়। ককটেল হামলায় একটি গবাদিপশুসহ বেস কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় স্থানীয়রা।
হামলার শিকার আলী হোসেন সরকার বলেন, একটি বিচার-শালিসকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। বর্তমানে  সন্ত্রাসীদের আতঙ্কে পুরুষ শূন্য গ্রামের নারী-শিশুরা চরম আতঙ্কে রয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আহাদুল  বলেন, আমাদের লোকজনকে মারধর করে এখন উল্টো মিথ্যা অভিযোগ দিচ্ছে তারা।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।